English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৯:৪০

বেক্সিমকোর ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বেক্সিমকোর ডিভিডেন্ড ঘোষণা

 

বেক্সিমকো গ্রুপের ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিগুলো হল- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো সিনথেটিক ও শাইনপুকুর সিরামিক। কোম্পানী সূত্রে এ তথ্য জানা যায়।

সমাপ্ত অর্থবছরে বেক্সিমকো ফার্মা ১০ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.০৬ টাকা।

বেক্সিমকো ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানিটি ইপিএস হয়েছে ১.০৪ টাকা।

বেক্সিমকো সিনথেটিক কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি। এসময়ে কোম্পানিটি ইপিএস হয়েছে ০.৮১ টাকা (নেগেটিভ)।

শাইনপুকুর সিরামিক সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোন প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি। এসময়ে কোম্পানিটি ইপিএস হয়েছে ০.০৪ টাকা।

বেক্সিমকো গ্রুপেরেএ ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জুন। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ১২ মে নির্ধারণ করা হয়েছে।