English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৮:২৮

ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু কাল

অনলাইন ডেস্ক
ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু কাল

শেয়ারবাজারে বৃহস্পতিবার (২১ এপ্রিল) লেনদেন শুরু করবে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের। ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেডিং কোড হচ্ছে ‘বিএনআইসিএল’ ও কোম্পানি কোড হচ্ছে ২৫৭৪৭। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৭ এপ্রিল প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিজয়ী আবেদনকারীর বিও অ্যাকাউন্টে শেয়ার জমা দিয়েছে কোম্পানিটি। শেয়ার জমা দেওয়ার পর কোম্পানিটির লেনদেন শুরুর তারিখ ঘোষণা করেছে ডিএসই। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার লেনদেন শুরু হবে এ কোম্পানিটি।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স আইপিও আবেদন গ্রহণ করে। আইপিওতে কোম্পানির চাহিদার তুলনায় প্রায় ৪০ গুণ বেশি আবেদন জমা পড়ে। চাহিদার বেশি আবেদন পড়ায় ২০ মার্চ লটারির মাধ্যমে বিজয়ী আবেদনকারীর তালিকা প্রকাশ করে কোম্পানিটি।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহে আবেদন গ্রহণ করে।