English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৫:৩২

আট কোম্পানির সভা আজ

অনলাইন ডেস্ক
আট কোম্পানির সভা আজ

আট কোম্পানির বোর্ডসভা আজ বুধবার। এ কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, শাইনপুকুর সিরামিক, ঢাকা ব্যাংক, বে-লিজিং, ব্রাক ব্যাংক ও উসমানিয়া গ্লাস। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই আট কোম্পানির মধ্যে বেক্সিমকোর পরিচালনা পর্ষদের সভা বিকেল ৪টায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দুপুর সাড়ে ৩টায়, বেক্সিমকো সিনথেটিকস বিকেল ৫ টায়, শাইনপুকুর সিরামিক বিকেল সাড়ে ৪ টায়, ঢাকা ব্যাংক বিকেল ৩ টায়, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট বিকেল ৪ টায়, ব্রাক ব্যাংক বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। 

এই সাত কোম্পানির সভায় ৩১ ডিসেম্বর '১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে আজ।

এছাড়াও উসমানিয়া গ্লাস পরিচালনা পর্ষদের সভা বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। এই সভায় ৩১ মার্চ '১৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।