English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৮:৩০

অধিকাংশ কোম্পানির দর কমেছে

অনলাইন ডেস্ক
অধিকাংশ কোম্পানির দর কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৯ এপ্রিল) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। পাশাপাশি সূচকের হয়েছে পতন। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতন হয়েছে। এসময়ে সূচকের পাশাপাশি উভয় বাজারে আর্থিক লেনদেনের পরিমাণও কমেছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেন হওয়া ৩২১টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। 

এদিকে ডিএসইর আর্থিক লেনদেন ফের ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকা। সোমবারের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৮৬ কোটি টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই। দিনশেষে কোম্পানিটির ২২ কোটি ২৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- মবিল যমুনা, ডরিন পাওয়ার, ইবনে সিনা, লংকাবাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার, আমান ফিড, এসিআই ফরমুলেশন্স।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৬৯.১৫ পয়েন্ট কমে দিনশেষে ৮১৪৫.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।