English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ১৭:৪৬

বিএসইসি’র কমিশনার স্বপন কুমার বালা

অনলাইন ডেস্ক
বিএসইসি’র কমিশনার স্বপন কুমার বালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. স্বপন কুমার বালা বলেন, ‘ সোমবার (১৮ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আজ যোগদান করতে বলেছে। তবে সেটা সম্ভব হচ্ছে না। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার কাজে যোগদান করব।