English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৫:৫৫

সূচক উত্থান লেনদেনে ভাটা

অনলাইন ডেস্ক
সূচক উত্থান লেনদেনে ভাটা

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজার। এদিনে লেনদেন কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩০০ কোটির ঘরে নেমে এসেছে।

এদিনে ডিএসইতে ৩৯০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮৪ কোটি ৮৯ লাখ টাকা কম।  আবার ডিএসইর ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪০৪০ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৬৮৩ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির, দর কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।

অপরদিকে আজ  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৭৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।