English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৫:০১

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের সভা ২০ এপ্রিল

অনলাইন ডেস্ক
বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের সভা ২০ এপ্রিল

বেক্সিমকো গ্রুপের ৪ কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত হবে । এ কোম্পানিগুলো হল- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস ও শাইনপুকুর সিরামিক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৈঠকে কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা।

বেক্সিমকোর পর্ষদ সভা আগামী ২০ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

২০১৪ সালে এই কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১.০৬ টাকা।

বেক্সিমকো ফার্মার পর্ষদ সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে এই কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪.১৫ টাকা।

বেক্সিমকো সিনথেটিকস কোম্পানির পর্ষদ সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এ কোম্পানিটি ২০১৪ সালে বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান করেছিল।

শাইনপুকুর সিরামিক কোম্পানির পর্ষদ সভা বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এ কোম্পানিটি ২০১৪ সালে বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি ২ পয়সা লোকসান করেছিল।