English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১৭:১৭

বিএটিবিসি’র এজিএমে ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন

অনলাইন ডেস্ক
বিএটিবিসি’র এজিএমে ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত। কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) শেয়ারহোল্ডাদের উপস্থিতিতে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এ এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিন।

২০১৫ সালের জন্য শেয়ার প্রতি ৫৫ টাকা ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। পাশাপাশি ২০১৫ সালের আর্থিক বিবরণী, পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ হয়।

এজিএমে ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম, পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, জালাল আহমেদ, মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, উইলিয়াম পেগেল, মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, মিকাইল শিপার, মোঃ ইফতিখার-উজ-জামান ও সচিব আজিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।