English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৫:৩০

১৩৫০ প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে সেবি

নিজস্ব প্রতিবেদক
১৩৫০ প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে সেবি

১৩৫০ প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে ভারত শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। স্টক এক্সচেঞ্জের প্লাটফর্মের অপব্যবহার করে শেয়ারবাজারে কারসাজি করার অভিযোগে এসব প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

নিয়ন্ত্রক সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সম্প্রতি ইকোনমিক টাইমসের এক খবরে এসব তথ্য জানানো হয়।

স্টক একচেঞ্জগুলোও শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রায় ২০০ কোম্পানির শেয়ার লেনদেন সাময়িক স্থগিত করেছে। এবং সেবি ও স্টক এক্সচেঞ্জের যৌথ পরিচালনায় এ উদ্যোগ নেন।

জানা যায়, শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে কাজ করে যাচ্ছে সেবি। তাই বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে এই কঠোর সিদ্ধান্ত নেন সেবি।

তবে এই ১৩৫০ প্রতিষ্ঠানের তালিকায় কারা অন্তর্ভুক্ত আছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।