English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৪:৪৮

করমুক্ত সীমা বাড়ানোর প্রস্তাব করবে ডিএসই

অনলাইন ডেস্ক
করমুক্ত সীমা বাড়ানোর প্রস্তাব করবে ডিএসই

শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়াতে আসন্ন অর্থবছর (২০১৬-১৭) বাজেটে তালিকাভুক্ত কোম্পানি ঘোষিত ক্যাশ লভ্যাশ আয়ের করমুক্ত সীমা ১ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দিবে ঢাকা স্টাক এক্সচেঞ্জ (ডিএসই)।

বর্তমানে বিনিয়োগকারীরা ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশের আয় করমুক্ত সুবিধা পাচ্ছেন। ১০ এপ্রিল রোববার ডিএসইর বোর্ড সভায় লভ্যাংশের আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব সুপারিশ আকারে গ্রহণ করা হতে পারে বলে ডিএসই একাধিক কর্মকর্তারা জানান।

এছাড়াও ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় কিছু সুপারিশ করা হবে। এবং সেগুলোও বোর্ড সভায় অনুমোদিত হবে।

সভায় পর্ষদ সদস্যদের অনুমোদন নিয়ে বাজেট প্রস্তাবনা চুড়ান্ত করে তা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এফবিসিসি ও জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) কাছে পাঠানো হবে।

এনবিআর’র সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় প্রস্তাবনাগুলো নিয়েই আলোচনা করবে ডিএসই। আগামি মে মাসের প্রথম সপ্তাহে শুরুতে ডিএসইর সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা হতে পারে।