English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ১৫:১৭

প্রাণকে ১০০ কোটি টাকা সংগ্রহ করে দিবে গ্রীন ডেল্টা

অনলাইন ডেস্ক
প্রাণকে ১০০ কোটি টাকা সংগ্রহ করে দিবে  গ্রীন ডেল্টা

 

প্রাণ ফুডস লিমিটেডকে ১০০ কোটি টাকা সংগ্রহ করে দিবে পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। এনিয়ে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক কর্পোরেট ফাইনান্সের উজমা চৌধুরী এবং গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

চুক্তি অনুযায়ী গ্রীন ডেল্টা ক্যাপিটাল প্রাণ ফুডসের জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠনের ব্যবস্থা করবে। প্রথমবারের মতো সুকুক বন্ড (ইসলামি বন্ড) ইস্যু করার মাধ্যমে এই অর্থ সংগ্রহ করবে।

জানা গেছে, সংগ্রহীত ফান্ড দিয়ে প্লান্টের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য মূলধনী যন্ত্রপাতি ক্রয় করবে প্রাণ ফুডস।