প্রতিবেদনে অসঙ্গতি পাওয়ায় ২২ কোম্পানিকে চিঠি

শেয়ারবাজার তালিকাভুক্ত ২২ কোম্পানিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সম্প্রতি ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির প্রোফাইল হালনাগাদ করতে গিয়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নানা যোগফলে অসঙ্গতি বা ভূল পাওয়ায় এ চিঠি দেয় ডিএসই কর্তৃপক্ষ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. স্বপন কুমার বালা জানান, নতুন ওয়েবসাইটে কোম্পানির তথ্য হালনাগাদ করতে গিয়ে ২৯ কোম্পানির নানা প্রান্তিক প্রতিবেদনে অসঙ্গতি পাওয়া যায়। পরে ৭ কোম্পানি তাদের তথ্য হালনাগাদ করে দেয়ায় বাকী ২২টি কোম্পানির কাছে এ অসঙ্গতি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। ডিএসইর ওয়েবসাইটের কোম্পানি প্রোফাইলে অসঙ্গতিপূর্ণ অংশগুলো লাল ফন্টে চিহ্নিত করা হয়েছে। কোম্পানির ব্যাখ্যা পাওয়া গেলে তা সংশোধন করা হবে।
স্টক এক্সচেঞ্জ কর্মকর্তারা জানান, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উপাত্তে তথ্যর মধ্যে গড়মিল থাকা কোম্পানিগুলোর যোগফলে নানা অসঙ্গতি দেখা যায়। বিশেষ করে শেয়ার প্রতি আয় (ইপিএস) ও সম্পদ প্রতি শেয়ারে। আবার টার্নওভার, মুনাফা, স্থায়ী ও অস্থায়ী সম্পদ, ব্যয়, শেয়ার বন্টন, পূনমূল্যায়ন যোগফলেও গড়মিল দেখা যায়।
প্রতিবেদন গড়মিল এসব কোম্পানি মধ্যে রয়েছে- শাশা ডেনিমস, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এএফসি এগ্রো বায়োটিক, ইবনে ফার্মাসিউটিক্যাল, বাংলাদেশ সার্ভিস, এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচুয়াল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালফিন্যান্স, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম জেনারেশন, ওয়াটা কেমিক্যালস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিবরা ইনফিউশনস, ন্যাশনাল পলিমারলিমিটেড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।