English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ১৪:১০

সপ্তাহিক দর বাড়ার শীর্ষে ইবনে সিনা

অনলাইন ডেস্ক
সপ্তাহিক দর বাড়ার শীর্ষে ইবনে সিনা

 

সপ্তাহের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রযেছে ইবনে সিনা। সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১৭.৭৪ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিটির এ দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে প্রতিদিন ইবনে সিনার গড়ে ১৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দরবাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৫ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪.১০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ১৩.৫৮ শতাংশ, জেএসপি ফাইন্যান্স ১৩.৩৩ শতাংশ, ইসলামী ব্যাংক ১০.৮৭ শতাংশ, তিতাস গ্যাস ১০.২৭ শতাংশ, বারাকা পাওয়ার ১০.১৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৯.৮৮ শতাংশ, আমরা টেকনলজি ৯.৩৩ শতাংশ দর বেড়েছে।