English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১৫:২৮

ঢেলে সাজানো হয়েছে ডিএসই’র ওয়েবসাইট

এমএজামান
ঢেলে সাজানো হয়েছে ডিএসই’র ওয়েবসাইট

 

শেয়ারবাজার বিনিয়োগকারীদের তথ্য ভোগান্তি কমাতে ঢেলে সাজানো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট। এখন থেকে ডিএসইর ওয়েবসাইটে যেকোন কোম্পানির প্রোফাইল ভিজিট করে অতীত ও বর্তমানের প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে। এতে করে বিনিয়োগকারীরা খুব সহজেই তথ্য বিশ্লেষন করে কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারবে।

ডিএসই কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বালা।

বালা বলেন, ৩০৮টি কোম্পানির তথ্য আপডেট করা হয়েছে। কোম্পানির প্রোফাইলে ভিজিটে করলে কোন কোম্পানি কখন ওটিসি মার্কেটে যায়, কখন তালিকাচ্যুত হয় তার তথ্য পাওয়া যাবে। কোন কোম্পানির বিরুদ্ধে জরিমানা করা হলে তারও বিবরণ পাওয়া যাবে।

শেয়ারধারী পরিচালকদের তথ্যের বিষয়ে বালা বলেন, শেয়ারধারী পরিচালকদের সর্বশেষ দুই মাসের শেয়ার ধারণের তথ্যও ওয়েবসাইটে দেওয়া হবে। এ তথ্য থাকবে তারিখসহ।

অাবার মুনাফা, শেয়ারপ্রতি আয় ও পিইরেশিও দেয়া থাকবে আরও অধুনিক পদ্ধতিতে।

সংবাদ সম্মেলনে স্বপন কুমার বালা আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেন, ১২ এপ্রিল পর থেকে ডিএসই’র এমডি পদে তিনি থাকছেন না।