English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৪:৫৫

ডরিন পাওয়ারের মুনাফা কমেছে

অনলাইন ডেস্ক
ডরিন পাওয়ারের মুনাফা কমেছে

 

বুধবার (এপ্রিল ৬) লেনদেন শুরু হওয়া ডরিন পাওয়ারের শেষ প্রান্তিকে মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডরিন পাওয়ার (অক্টো.১৫-ডিসেম্বর ১৫) এ ৩ মাসে সমন্বিত মুনাফা করেছে ১ কোটি ৭৭ লাখ। আর এই হিসেবে শেয়ারপ্রতি (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪ কোটি ৩২ লাখ। আর ইপিএস ০.৭২ টাকা।

এদিকে কোম্পানি ৬ মাসের হিসাবেও আগের বছরের তুলনায় মুনাফা কম করেছে। ২০১৫ সালের (জুলাই-ডিসেম্বর) এ ৬ মাসে কোম্পানি ৩ কোটি ৯৫ লাখ। ইপিএস করেছে ০.৬৬ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৭ কোটি ৪২ লাখ। ইপিএস ১.২৪ টাকা।