English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৫:৪০

ওয়াটারের ডিবেঞ্চার ক্রয় করবে আইসিবি

অনলাইন ডেস্ক
ওয়াটারের ডিবেঞ্চার ক্রয় করবে আইসিবি

ওয়াটা কেমিক্যালের ৩৫ কোটি টাকা মূল্যের ডিবেঞ্চার ক্রয় করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আইসিবি এই বন্ড ক্রয় করবে।

গত সোমবার বিএসইসির ৫৬৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ডিবেঞ্চারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে দেশি ও বিদেশি মেশিনারিজ ও যন্ত্রাংশ ক্রয় করবে ওয়াটা কেমিক্যাল।

৬ বছর মেয়াদি এই ডিবেঞ্চারের বৈশিষ্ট হচ্ছে— রিডিম্বেবল, নন-কনভার্টেবল, নন-পার্টিসিপেটিভ ও নন-কিউমোলেটিভ। ১ বছর গ্রেসসহ ডিবেঞ্চারটি ৭ বছরে সম্পূর্ণ রিডামপশান হবে। ডিবেঞ্চারের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এ হিসাবে ডিবেঞ্চারের মোট সংখ্যা হবে ৩ কোটি ৫০ হাজার।