English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৫:৩৩

এ্যাপোলো হাসপাতালের রোড শো অনুষ্ঠিত

এমএজামান
এ্যাপোলো হাসপাতালের রোড শো অনুষ্ঠিত

 

শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহের লক্ষে এসটিএস হোল্ডিংসের (এ্যাপোলো হাসপাতাল) রোড শো অনুষ্ঠিত। বুক বিল্ডিং পদ্ধতিতে টাকা সংগ্রহের লক্ষে এই রোড শোর আয়োজন করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে এ রোড শো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান ভগওয়ান ডব্লিউ কুনদনমাল, ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মুনির উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রোড শো অনুষ্ঠানে উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ, মার্চেন্ট ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক, বীমা কোম্পানিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হন। তাদের কাছে এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ কোম্পানির ব্যবসায়িক অবস্থা তুলে ধরেন।

জানা যায়, ১৫০ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এ্যাপোলো হাসপাতাল কোম্পানিটিতে ২০১৫ সাল শেষে শেয়ারপ্রতি ৪৮.৫৭ টাকার সম্পদ রয়েছে। এবছরে কোম্পানি ৩৭ কোটি ৫৯ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২.৪৯ টাকা মুনাফা করেছে। একই বছরে কোম্পানির নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৩.৬২ টাকা।  কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।