English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৫:১৫

ইভিন্স টেক্সটাইলসের আবেদন ২ মে

এমএজামান
ইভিন্স টেক্সটাইলসের আবেদন ২ মে

 

ইভিন্স টেক্সটাইলসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে আগামী ২ মে। এবং চলবে ১২ মে পর্যন্ত। কোম্পানির  প্রসপেক্টাস থেকে এ তথ্য জানা যায়।

এর আগে ৪ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় ইভিন্স টেক্সটাইল আইপিও অনুমোদন দেওয়া হয়। এ কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের বরাদ্দ মূল্য হচ্ছে ১০ টাকা। অর্থাৎ কোনো প্রিমিয়াম ছাড়াই কোম্পানি বাজার থেকে অর্থ সংগ্রহ করবে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৬২ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭.৬২ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।