English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৫:০০

মতিন স্পিনিংয়ের প্রত্যেক পরিচালককে জরিমানা

অনলাইন ডেস্ক
মতিন স্পিনিংয়ের  প্রত্যেক পরিচালককে জরিমানা

 

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ অনুমোদন ব্যতীত এফডিআর হিসাবে ব্যাংকে আমানত রাখার দায়ে মতিন স্পিনিং মিলসের প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে স্বতন্ত্র বা মনোনীত পরিচালককে এ শাস্তির আওতার বাইরে রেখেছে কমিশন।

সোমবার কমিশনের ৫৬৯তম কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, প্রসপেক্টাস বর্ণিত উদ্দেশ্য ব্যতীত আইপিওর অর্থ অন্য কোনো খাতে ব্যবহার করতে হলে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হয়। শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার পর তা কমিশন ও স্টক এক্সচেঞ্জকে অবহিত করতে হয়। কিন্তু মতিন স্পিনিং এ ধরনের কোনো অনুমোদন ছাড়াই আইপিওর টাকা এফডিআর হিসাবে ব্যাংকে আমানত রেখেছে। এর মাধ্যমে কোম্পানিটি আইপিওর অনুমতি পত্র পার্ট-বি এর ৭নং শর্ত ভঙ্গ করেছে।

কোম্পানিটি আইপিওর অর্থ এফডিআর হিসাবে জমা রেখে ঋণগ্রহণ করে প্রকল্পে অর্থায়ন করেছে। এছাড়া অনুমতি পত্রের ৪নং শর্ত অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার ১২ মাসের মধ্যে আইপিও ফান্ড ব্যবহার করার বাধ্যবাধকতা থাকলেও সেটি পরিপালনেও কোম্পানিটি ব্যর্থ হয়েছে। এসব কারণে কোম্পানির পরিচালকদের জরিমানা করা হয়েছে।