English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১৭:৪৩

গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন রকিবুর

নিজস্ব প্রতিবেদক
গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন রকিবুর

 

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার মেয়াদ বাড়াতে গভর্নরের সঙ্গে দেখা করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান। এসময়ে সংসদ সদস্য আবদুর রহমান ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি সায়েদুর রহমান ছিলেন।

এ প্রসঙ্গে রকিবুর রহমান বলেন, আমরা শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছি। গভর্নরও বাড়ানোর আবেদনটি বিবেচনায় রেখেছেন। অাশা করি গভর্নর তা অনুমোদন দেবেন। এটা শেয়ার বাজারের উন্নয়নে অবদান রাখবে বলে জানান তিনি।

গত রোববার ডিএসই’র নেতৃবৃন্দের সঙ্গে অর্থমন্ত্রী ও ব্যাংকিং সচিবের এক বৈঠক হয়। এসময়ে অর্থমন্ত্রী বিনিয়োগের সময়সীমা বাড়ানোর আশ্বাস দেন। সেই পরিপ্রক্ষিতে ডিএসসির প্রতিনিধিদল আজ সোমবার গভর্নরের সঙ্গে দেখা করেন। এবং শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর আবেদন জানান তারা।