English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৪:০৯

প্রিমিয়ার লিজিং ডিভিডেন্ড ঘোষণা করেছে

অনলাইন ডেস্ক
প্রিমিয়ার লিজিং ডিভিডেন্ড ঘোষণা করেছে

 

৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রিমিয়ার লিজিং। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের এ সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে কোম্পানিটি সর্বশেষ ২০১১ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। পরবর্তী ৩ বছর লোকসান না গুনলেও শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেয়নি আর্থিক খাতের এ কোম্পানিটি। ডিভিডেন্ড না দেওয়ার কারণে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানি হিসেবে শেয়ারবাজারে লেনদেন হচ্ছে এ কোম্পানিটির।

৫ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের বিতরণ করলে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হবে।

ডিএসইতে দেওয়া তথ্যানুযায়ী ২০১২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১০ পয়সা। ২০১৩ সালে তা অর্ধেকে নেমে আসে এবং শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ পয়সা। ২০১৪ সালে এ আয়ের পরিমাণ ছিল ৭ পয়সা। সর্বশেষ ২০১৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৪ পয়সা।

এদিকে ২০১৫ সালের জন্য প্রিমিয়ার লিজিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে রাজধানীর গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ৫৪ পয়সা। শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদমূল্য ১২.১৩ টাকা।