English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৩:৪৩

ফ্লোর ক্রয় করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

অনলাইন ডেস্ক
ফ্লোর ক্রয় করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

 

ফ্লোর স্পেস ক্রয় করবে বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এটলাসে র‌্যাঙ্কস প্লাজার ৭ম ফ্লোরে ২ হাজার ৫২৯ বর্গফুটের ফ্লোর স্পেস ক্রয় করবে।

প্রতি বর্গফুট ১৩ হাজার টাকা করে স্পেস বাবদ ব্যয় হবে ৩ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা। কারপার্কিংয়ের জন্য আরও ৬ লাখ টাকা পরিশোধ করতে হবে। এ হিসাবে ওই স্পেস ক্রয়ে মোট ব্যয় হবে ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা।