English Version
আপডেট : ২ এপ্রিল, ২০১৬ ১৭:১৮

ডিএসই‘র ডিভিডেন্ড ঘোষণা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
ডিএসই‘র ডিভিডেন্ড ঘোষণা অনুমোদন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসইর ৫৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৪-১৫ অর্থবছরের জন্য এই  ডিভিডেন্ড ঘোষণা করা হয়। গত ৩১ মার্চ ডিএসই’র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এজিএম সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। ট্রেকহোল্ডারদের উপস্থিতিতে এজিএমে ২০১৪-২০১৫ অর্থবছরের পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়েছে।

১৫ মার্চ ২০১৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচন ২০১৬ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমে বোর্ডে নতুন পরিচালক অন্তর্ভুক্ত করা হয়। সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে এই বছর বাদ পড়েছেন শরীফ আনোয়ার হোসেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএসই'র সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন মোঃ রকিবুর রহমান, ডিএসই'র সাবেক প্রেসিডেন্ট কাজী ফিরোজ রশিদ, আহসানুল ইসলাম টিটু, সাবেক পরিচালক আহমদ রশিদ লালি, এ এস শাহুদুল হক বুলবুলসহ অন্যান্য। সবাই পুঁজিবাজারের উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।