English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১৪:৪২

হিসাব বছর পরিবর্তিত হচ্ছে বিএসআরএমে

ষ্টাফ রিপোর্টার
হিসাব বছর পরিবর্তিত হচ্ছে বিএসআরএমে

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের হিসাব বছর পরিবর্তিত হচ্ছে। জানুয়ারি-ডিসেম্বরের পরিবর্তে কোম্পানিটির হিসাব বছর জুলাই-জুন গণনা করা হবে।

বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এমন তথ্যই জানিয়েছেন কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও সচিব শেখর রঞ্জন কর।

তিনি বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর হিসাব বছর জুন ক্লোজিং নির্ধারণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে কোম্পানিগুলোকে জানানো হয়েছে। এ হিসাবে বিএসআরএম লিমিটেডেরও হিসাব বছর জুলাই-জুন করা হবে।

এজিএম সভায় বিএসআরএম লিমিটেড ২০১৫ সালের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করে।  বুধবার এজিএমে এ ডিভিডেন্ড অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। পাশাপাশি অন্য এজেন্ডাগুলো অনুমোদন দেয়। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯১.২০ টাকা