English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৬:১৩

উভয় বাজারে সূচক ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক
উভয় বাজারে সূচক ঊর্ধ্বমুখী

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বুধবার উভয় বাজারের লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩.৪৯ পয়েন্ট। মঙ্গলবার বেড়েছিল ৯.২২ পয়েন্ট।

আজ লেনদেনে অংশ নেয়া ৩১৭ টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২২টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির দর। মঙ্গলবারের তুলনায় ৮২ কোটি ৪৩ লাখ টাকা বেড়ে দিনশেষে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৪৪ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে কেডিএস এক্সেসরিজ। দিনশেষে কোম্পানিটির ২৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- আমান ফিড,  বিএসআরএম, গোল্ডেন হার্ভেস্ট, অলিম্পিক এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশান্স, ইবনে সিনা, ইউনাইটেড পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৩৮.৪২ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮১১৬.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।