English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৬:০৫

আল আরাফাহ্ ব্যাংকের শেয়ার কিনবে আইসিডি

নিজস্ব প্রতিবেদক
আল আরাফাহ্ ব্যাংকের শেয়ার কিনবে আইসিডি

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১০ শতাংশ শেয়ারের মালিকানা যাচ্ছে ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভোলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টরের (আইসিডি) হাতে। ১৪ টাকা মূল্যে আল আরাফাহ ব্যাংকের শেয়ার ক্রয় করবে আইসিডি।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিতরণের পর ব্যাংকের যে পরিশোধিত মূলধন হবে তার ১০ শতাংশ শেয়ারের মালিকানা যাবে আইসিডির হাতে। এ জন্য ব্যাংকটি নতুন করে ১১ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৪৯২টি শেয়ার আইসিডির অনুকূলে ইস্যু করবে।

আইসিডি ৪ প্রিমিয়ামে ১৪ টাকা দরে এসব শেয়ার ক্রয় করবে। আর এ জন্য আইসিডির ব্যয় হবে ১৫৪ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৮৮৮ টাকা। তবে পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত সাধারণ শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে বাস্তবায়িত হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।