English Version
আপডেট : ৩০ মার্চ, ২০১৬ ১৫:৪৯

লেনদেন বাড়ানোসহ উন্নয়ন নিয়ে আলোচনা ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক
লেনদেন বাড়ানোসহ উন্নয়ন নিয়ে আলোচনা ডিএসইতে

শেয়ারবাজারে লেনদেন পরিমাণ বাড়ানোসহ সামগ্রিক উন্নয়নের জন্য নানা বিকল্প প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। এসময়ে ডিএসই’র সাবেক সভাপতিগণসহ শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রতিনিধিবৃন্দরা আলোচনায় ছিলেন।

মঙ্গলবার এক জরুরি সভায় এ আলোচনা করা হয়। ডিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দিন শেষে সেটেলমেন্ট সংক্রান্ত বাধা দূরীকরণ ছিল প্রস্তাবনাগুলোর মধ্যে অন্যতম। এছাড়া ব্যাংকের বিনিয়োগসীমা গণনা থেকে মার্কেটের সাথে সম্পৃক্ততাহীন বিষয় বাদ দেওয়াসহ বিনিয়োগসীমা সমন্বয়ের জন্য আরও দুই বছর বৃদ্ধি করা আলোচনায় উঠে আসে।

একইসাথে বেল আউট ফান্ড গঠন, নন পারফরর্মিং আইপিও’র ক্ষেত্রে বাইব্যাক পলিসি প্রণয়ন, নিয়মিত বৈঠক আয়োজন, বহুজাতিক কোম্পানি এবং ভালো মৌলভিত্তিক কোম্পানিকে বাজারে নিয়ে আসা, ডিভিডেন্ড ওপর দ্বৈতকর প্রত্যাহার এবং কর কর্তনের প্রমাণপত্র প্রদান, আইপিও’র ক্ষেত্রে ইস্যু ম্যানেজারকে দায়বদ্ধ করা, নতুন শাখা অফিস চালু এবং মোবাইল অ্যাপের জন্য বুথ চালু করার বিষয়টি আলোচনায় উঠে আসে।