English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৭:৩৬

পতন থামলো

নিজস্ব প্রতিবেদক
পতন থামলো

টানা ৫ দিনের পতন শেষে মঙ্গলবার দেশের উভয় শেয়াবাজারের সূচক উধ্বমূখীতে রয়েছে। এসময়ে লেনদেনের পরিমাণও বেড়েছে। সূচকের সামান্য বৃদ্ধিতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

মঙ্গলবার উত্থান পতনের মধ্য দিয়ে দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ৯.২২ পয়েন্ট। এরফলে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৩১১.৮০ পয়েন্ট। সোমবার সূচক পতন হয়েছে ৫৩ পয়েন্ট। আর গত ৫ দিনের টানা দরপতনে সূচক কমেছিল ১৪০ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয় দিনের লেনদেন। এসময়ে লেনদেনে অংশ নেয়া ৩১৭ টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির দর। এ সপ্তাহের দুইদিন ৩০০ কোটি টাকার নিচে লেনদেন হলেও মঙ্গলবার ফের ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ১ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৯১ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা। দিনশেষে কোম্পানিটির ১৩ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ওরিয়ন ইনফিউশান্স, বিএসআরএম, আমান ফিড, ড্রাগন সোয়েটার, এমারল্ড অয়েল, কেয়া কসমেটিকস, আইটি কনসালটেন্টস, এএফসি এগ্রোবায়োটেক, ফু-ওয়াং সিরামিকস।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২০.১৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮০৭৭.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ০৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।