English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ২০:৩২

ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেল ডরিন

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেল ডরিন

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকাভুক্তির অনুমোদন পাওয়ায় কোম্পানিটি আইপিওতে বিজয়ী শেয়ারহোল্ডারদের বিও একাউন্টে শেয়ার জমা প্রদান করবে। শেয়ার জমা হওয়ার পর কোম্পানিটির শেয়ার লেনদেনে তারিখ ঘোষণা করবে ডিএসই।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬০তম সভায় ডরিন পাওয়ারকে আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহের অনুমোদন দেওয়া হয়। এর পর কোম্পানির চাহিদার বিপরীতে ৭০৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার ২শ’ টাকার আবেদন জমা পড়ে। যা কোম্পানির চাহিদার তুলনায় ১২.২৩ গুণ।

১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ কোম্পাটির আইপিওতে বরাদ্দ মূল্য ছিল ২৯ টাকা।