English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৬ ১৮:৪২

এমডি অাটকে নেতিবাচক প্রভাব এমারেন্ড শেয়ারে

নিজস্ব প্রতিবেদক
এমডি অাটকে নেতিবাচক প্রভাব এমারেন্ড শেয়ারে

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা এক মামলায় এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাছিবুল গণি গালিবকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে তাকে আটক করা হয়।

এর ফলে লাফিয়ে ওঠা এমারেল্ড অয়েলের শেয়ার দর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতন হয়েছে। কোম্পানির সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটির দিলকুশা শাখা থেকে ৬১ কোটি টাকা ঋণ নিয়েছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল। এর মধ্যে ৩২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা পরিশোধ করা হয়নি। এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ কাছ থেকে সুদসহ আরও ৭৪ কোটি টাকা পাবে বেসিক ব্যাংক।

এমডি অাটকের নেতিবাচক প্রভাব পড়ে এমারেল্ড অয়েল কোম্পানিটির শেয়ার লেনদেনে। ফলে শেয়ার দর কমে লুজারে অবস্থান করছে কোম্পানিটি। এ দিনে কোম্পানির শেয়ারের দর কমেছে ৬ টাকা।

ডিএসইর তথ্য, আজ সোমবার শেয়ারটি ৫৬.৭০ টাকা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ৩৭ লাখ ৬২ হাজার ৭৪টি শেয়ার ৪ হাজার ৪৭৯ বারে লেনদেন হয়। এরআগে ৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৫১.৭০ টাকা। গতকাল রোববার এ কোম্পানির শেয়ার দর ছিল ৬২.৭০ টাকা। এই এগার কার্যদিবসে দর বেড়েছে ১১ টাকা। কিন্তু সেই হিসেবে মাত্র একদিনের ব্যবধানে এ কোম্পানির দর আজ কমেছে ৬ টাকা। 

কোম্পানির কাছে একদিনের শেয়ার দর কমার কারন থাকলেও আগের কার্যদিবসে লাফিয়ে দর বাড়ার কারন নেই।

বাজার সংশ্লিষ্টরা জানান, কোম্পানির এমডি আটকে শেয়ার দর কমছে এটা হতে পারে। তেমনি কারন ছাড়া দর বাড়ারও যৌক্তিক তথ্য থাকাটা জরুরী বলে মনে করেন তারা।