English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৯:৪৮

সিডিবিএলকে নিরাপত্তা বাড়াতে নির্দেশ বিএসইসির

নিজস্ব প্রতিবেদক
সিডিবিএলকে নিরাপত্তা বাড়াতে নির্দেশ বিএসইসির
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএলকে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতথ্য নিশ্চিত করেছেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এইচ সামাদ।
 
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ঘটনায় সংশ্লিষ্ট সকলে সাইবার নিরাপত্তা বাড়ানোর তাগিদ অনুভব করছেন। এরই অংশ হিসেবে সিডিবিএলকে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দিয়ে বুধবার চিঠি দিয়েছে বিএসইসি।
 
এম এইচ সামাদ বলেন, বর্তমানে সিডিবিএল মূলত সেন্ট্রাল ডিপোজিটরি হিসেবে কাজ করে। অর্থাৎ তালিকাভূক্ত ও অতালিকাভূক্ত কোম্পানির শেয়ারহোল্ডারদের ইলেট্রনিক শেয়ারের তথ্য সংরক্ষণ করে। শেয়ারগুলো প্রত্যেক শেয়ারহোল্ডারদের পৃথক বিও হিসাবে থাকে। শেয়ার কেনাবেচা সম্পন্নের জন্য স্টক এক্সচেঞ্জের সাথে সিডিবিএলকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হতে হয়।
 
এসময় সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে একজনের বিও হিসাব থেকে অন্য বিও হিসাবে শেয়ার হস্তান্তর করার চেষ্টা হতে পারে। এ ধরনের আশংকা থেকেই হয়তো বিএসইসি সাইবার নিরাপত্তা বাড়াতে বলেছে। সিডিবিএল নিয়মিতভাবে নিজস্ব সার্ভার ও নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে থাকে। নতুন করে সাইবার ঝুঁকি বাড়ায় এ বিষয়ে আরও উন্নতর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ধারণা করছি, এ কাজে প্রায় ৬০ লাখ টাকা খরচ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান জানান, সাইবার নিরাপত্তা বাড়াতে সিডিবিএলকে নিদের্শ দিয়েছে বিএসইসি। এদিকে সিডিবিএলও  খুবই গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। কারন বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তরসহ  তথ্য চুরি রোধে সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবী।
 
বিশেষ করে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলোছে। এরই ধারাবহিকতায় সাইবারে নানা চুরি রোধে বিএসইসি এ নিদেশকে প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন তিনি।