English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৬ ১৬:৩১

দর বাড়ার লাগামে ড্রাগন

নিজস্ব প্রতিবেদক
দর বাড়ার লাগামে ড্রাগন

লেনদেন শুরু থেকে অাজ এই দুইদিনে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলসের দর বেড়েছে ৭.৭০ টাকা। প্রাথমিক গণপ্রস্তাবে ১০ টাকা বরাদ্দ মূল্যের এ কোম্পানির শেয়ারের সর্বশেষ লেনদেন দর দাঁড়িয়েছে ১৭.৭০ টাকায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার প্রসঙ্গে বাজার সংশ্লিষ্টরা জানান, দর বাড়ার হিড়িক নেই ড্রাগন সোয়েটারে। এটা ধরনের দর বাড়ার আচরন বাজারের জন্য ইতিবাচক। কিন্তু অন্য নতুন কোম্পানির বেলায় দেখা যায় লেনদেনের শুরুতেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। পরে তার দর শুকিয়ে যায়। কিন্তু  ড্রাগন সোয়েটারের বেলায় এমনটি নেই। এই ধরনের লেনদেনে বিনিয়োগকারীদের পুঁজি হারানোর ভয় কম থাকে। তাই সার্বিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ড্রাগন সোয়েটারের শেয়ার ক্রয়বিক্রয়ের ব্যপারে বুদ্ধিমাত্রার পরিচয় দিয়েছে বলেও মনে করেন তারা।

কোম্পানিটির সমন্বিত গতকাল শুরুর মূল্য ছিল ১০ টাকা। লেনদেনের শুরুর দিনে কোম্পানিটির শেয়ারের দর ওঠে ২০.১০ টাকা। তবে এরপর ওই দিন কোম্পানিটির শেয়ারের দর দিনভর ওঠা-নামা হয়েছে। গতকালে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ২২.৯ টাকা এবং সর্বনিম্ন ছিল ১৮ টাকা। কিন্তু আজ সেই শেরার সবশেষ লেনদেন হয় ১৭.৭০ টাকা দরে। তাই প্রথমদিনের তুলনায় দর কিছুটা কমেছে আজ। 

ড্রাগন সোয়েটার ৪ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করেছে।  পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় মেশিন ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।