English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ২০:২২

ড্রাগন সোয়েটারের লেনদেন শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক
ড্রাগন সোয়েটারের লেনদেন শুরু বুধবার

দেশের উভয় পুঁজিবাজারে ২৩ মার্চ (বুধবার) লেনদেন শুরু করবে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলসের। ‘এন’ ক্যাটাগরিভুক্ত হিসেবে এ কোম্পানির লেনদেন শুরু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৬ মার্চ প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিজয়ী আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে শেয়ার জমা দিয়েছে কোম্পানিটি। শেয়ার জমা দেওয়ার পর এ লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ।

এরআগে গত ১৬ ফেব্রুয়ারি আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দে লটারির ড্র অনুষ্ঠিত হয়। কোম্পানির চাহিদার তুলনায় বেশি আবেদন পড়ায় এ লটারি অনুষ্ঠিত হয়। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় মেশিন ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। কোম্পানিটির গত ৫ বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা (ওয়েটেড এভারেজ)। এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৭৯ টাকা। কমিশনের ৫৬১ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট।