English Version
আপডেট : ২০ মার্চ, ২০১৬ ১৬:৫৯

ন্যাশনাল ইন্স্যুরেন্সের লটারির ড্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
ন্যাশনাল ইন্স্যুরেন্সের লটারির ড্র প্রকাশ

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারী বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

নিম্নে ক্লিক করুন

কোড

সাধারন বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচুয়াল বিনিয়োগকারী

এর আগে ১৭ ফেব্রুয়ারি বুধবার থেকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও আবেদন গ্রহণ শুরু হয়। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহে আবেদন গ্রহণ করে।

এদিকে, ২০১৫ সালের ১২ মে অনুষ্ঠিত কমিশনের ৫৪৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছিল বিএসইসি। তবে কোম্পানিটির আইপিও অনুমোদনে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র পক্ষ থেকে আপত্তি জানানো হয়। আইডিআরএ’র আপত্তির প্রেক্ষিতে কোম্পানিটির আইপিও আবেদন স্থগিত করে বিএসইসি। পরবর্তীতে আইপিও ফিরে পাওয়ার জন্য আইডিআরের শর্ত পরিপালন করে অর্থ সংগ্রহের ছাড়পত্র নেয় কোম্পানিটি। এরই প্রেক্ষিতে চলতি বছরের ১৮ জানুয়ারি কোম্পানিটির আইপিওর ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় বিএসইসি।