English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৬ ১৪:৫০

ডিএসইতে গড় লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
ডিএসইতে গড় লেনদেন বেড়েছে

গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে একদিন কম লেনদেন হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারি ছুটির কারণে ১৭ মার্চ লেনদেন হয়নি।  গত সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে ৪ দিনের লেনদেন ১ হাজার ৫১০ কোটি ৩৯ লাখ টাকা। যা আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১৪ কোটি ৬৪ লাখ টাকা।

তবে মোট লেনদেনের পরিমাণ কমলেও গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩২২ কোটি টাকা। গত সপ্তাহে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৭ কোটি টাকায়।

অপরদিকে গত সপ্তাহের মোট লেনদেনের ৯৩.২৯ শতাংশ লেনদেন হয়েছে ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর। ১.৬৮ শতাংশ লেনদেন হয়েছে ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৪.৪৩ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৬০ শতাংশ হয়েছে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর মধ্যে।

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৮.২৪ সূচক। গত সপ্তাহের শুরুতে ডিএসইর প্রধান সূচক ছিল ৪৪৮৪.৫৩ পয়েন্ট। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৪৪৪৬.২৯ পয়েন্টে। আগের সপ্তাহে সূচক বেড়েছিল ১১.৬৯ পয়েন্ট।

এদিকে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ সামান্য কমেছে। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল ৩ লাখ ১০ হাজার ৭৭২ কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ৯৮৪ কোটি টাকায়।

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে রয়েছে আমান ফিড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার টাকা। সপ্তাহের মোট লেনদেনের ৪.৬৭ শতাংশই লেনদেন হয়েছে এ কোম্পানিটির। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। ৫৪ কোটি ৯২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এ কোম্পানির। যা সপ্তাহের মোট লেনদেনের ৩.৬৪ শতাংশ। লেনদেনের তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার সপ্তাহজুড়ে ৪৪ কোটি ২৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি এগ্রোবায়োটেক, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, ওরিয়ন ইনফিউশান, সিএমসি কামাল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি।