English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১৬:৫৬

নগদ ডিভিডেন্ড দিবে বার্জার

নিজস্ব প্রতিবেদক
নগদ ডিভিডেন্ড দিবে বার্জার

বার্জার পেইন্টস বাংলাদেশ শেয়ারহোল্ডারদের জন্য ২৭০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের জন্য চূড়ান্ত হিসাবে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন ১০০ শতাংশ  নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এবং শেয়ারহোল্ডারদের মধ্যে তা বিতরণও করা হয়েছে। এর ফলে ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াচ্ছে ৩৭০ শতাংশে।

বার্জার পেইন্টসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৬৪.৩৭ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৮৬.৪২ টাকা।

এর আগের বছর কোম্পানিটি ২২০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়েছিল। ২০০৬ সালে বার্জার পেইন্টস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।