English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১৬:৪৬

ডিভিডেন্ড ঘোষণা করেছে এফএসআইবি’র

নিজস্ব প্রতিবেদক
ডিভিডেন্ড ঘোষণা করেছে এফএসআইবি’র

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে শুধু ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ডের এ সুপারিশ করা হয়। স্পন্সর ও উদ্যোক্তাদের কাছে ব্যাংকটির ৩৩ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ৮৫১টি শেয়ার রয়েছে। বাকি ৩৪ কোটি ২৪ লাখ ৯ হাজার ৩৭টি শেয়ার রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে।

১০ শতাংশ হারে নগদ ডিভিডেন্ড শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের বিতরণ করলে তারা ৩৪ কোটি ২৪ লাখ ৯ হাজার ৩৭ টাকা পাবেন। এফএসআইব’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবে অবস্থিত ব্যাঙ্কুয়িট হলে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় ১.২৬ টাকা। শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদ মূল্য ১৪.২৮ টাকা।

আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। ২০০৮ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।