English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১৩:০৯

ইস্টার্ণ লুব্রিকেনটসের শেয়ার দর বাড়ার কারণ নেই

অনলাইন ডেস্ক
ইস্টার্ণ লুব্রিকেনটসের শেয়ার দর বাড়ার কারণ নেই

শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে ইস্টার্ণ লুব্রিকেনটস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইস্টার্ণ লুব্রিকেনটসের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই। তারই জবাবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

তথ্যানুন্ধানে দেখা গেছে, গত ৬ কার্যদিবস ধরে টানা বাড়ছে ইস্টার্ণ লুব্রিকেনটসের শেয়ার দর । গত ৩ মার্চ এ কোম্পানির শেয়ার দর ছিলো ৫৪৫.১০ টাকা । যা ১০ মার্চ বেড়ে দাঁড়ায় ৭৬৪.১০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১৯ টাকা।