English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১২:৫৬

ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে পূবালী ব্যাংক

অনলাইন ডেস্ক
ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ডিভিডেন্ডের এ সিদ্ধান্ত নেওয়া হয়। পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকের হেড অফিসে অবস্থিত ব্যাংকের মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ এপ্রিল।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ৩.৩৪ টাকা। শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদ মূল্য ২৭.৪৮ টাকা ও শেয়ারপ্রতি কনসলিডেটেড নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ২.৮৭ টাকা।

আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।