English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১৪:০৪

চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

গেল সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে চার কোম্পানি। কোম্পানিগুলো সমাপ্ত বছর ৩১ ডিসেম্বর ২০১৫ এর আথিক প্রতিবেদন যাচাই বাছাই করে এ ডিভিডেন্ড ঘোষনা করেছে।  এ কোম্পানিগুলো হচ্ছে বিডি ল্যাম্পস, ব্যাংক এশিয়া, লাফার্জ সুরমা সিমেন্ট ও ওয়াটা কেমিক্যাল।

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রকৌশল খাতের তালিকাভুক্ত বিডি ল্যাম্পস বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.২৯ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৭০.৭৫ টাকা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ এপ্রিল। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।

ব্যাংক এশিয়া ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে এ কোম্পানির ইপিএস হয়েছে ৩.০৭ টাকা (সংকুচিত)। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.২৮ টাকা।  কোম্পানিটির এজিএম আগামী ১৮ এপ্রিল সোমবার,সকাল ১০টায় লেডিস ক্লাব,ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ।

লাফার্জ সুরমা সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য এ সপ্তাহে আরও ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে ঘোষণা করা অর্ন্তবর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে। আগামী ১৬ জুন সকাল ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে লাফার্জ সুরমা সিমেন্টের এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য ১৩ এপ্রিল রেকর্ড ডেট রাখা হয়েছে।

ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যাল শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।