English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১৯:২৬

ডিএসইতে সূচক বড়লেও কমেছে লেনদেন ২৮.০২%

অনলাইন ডেস্ক
ডিএসইতে সূচক বড়লেও কমেছে লেনদেন ২৮.০২%

পুজিবাজারে গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও কমেছে লেনদেন। আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে শেয়ার লেনদেন কমেছে ৬২৮ কোটি টাকার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৬১৪ কোটি ৬৪ লাখ টাকার। আর আগের সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৩ কোটি ৩০ লাখ টাকার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমার হার ২৮ দশমিক ০২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ দশমিক ৩৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৯০ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৯৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৭৮ শতাংশ।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ২৬ শতাংশ বা ১১ দশমিক ৬৯ পয়েন্ট। শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ০৭ শতাংশ বা দশমিক ৮০ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে দশমিক ১৪ শতাংশ বা ২ দশমিক ৩৮ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি কোম্পানির। আর দর কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর লেনদেন হয়নি ৫টি কোম্পানির শেয়ার।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেষ সপ্তাহে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১৬ শতাংশ।

তালিকাভুক্ত মোট ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর কমেছে ১১১টির এবং দর অপরিবর্তিত আছে ২৮টি কোম্পানির।