English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১১:৫১

৫ম আইসিবি ফান্ডকে বে-মেয়াদি রূপান্তরে সম্মতি

নিজস্ব প্রতিবেদক
৫ম আইসিবি ফান্ডকে বে-মেয়াদি রূপান্তরে সম্মতি

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ম আইসিবি মিউচুয়াল ফান্ডকে মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে পূর্ণ সম্মতি দিয়েছেন ইউনিটহোল্ডাররা। ৯ মার্চ ফান্ডের ইউনিটহোল্ডার সভায় উপস্থিত ১০০ শতাংশ ইউনিটহোল্ডার বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের পক্ষে ভোট প্রদান করেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ারবাজারে এ ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। অবশ্য ইউনিটহোল্ডারদের সভা অনুষ্ঠানের জন্য ঘোষিত রেকর্ড ডেট ২৮ ফেব্রুয়ারি থেকে ফান্ডটির ইউনিটের শেযারবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে ইউনিটহোল্ডারদের অনুমোদন দেওয়ার পর এ ফান্ডের শেয়ারবাজারে লেনদেন হওয়ার কোন সম্ভাবনা নেই। ২০১৫ সালের ২৯ জুন বিএসইসির কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত যে সব ফান্ডের মেয়াদ ১০ বছর পার হয়েছে সেসব ফান্ড অবসায়ন বা বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে সময়সীমা বেঁধে দেওয়া হয়।

এরমধ্যে আইসিবি ৫ম মিউচুয়াল ফান্ডকে ২০১৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে অবসায়ন বা বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের সময় বেঁধে দিয়েছে বিএসইসি।