English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১১:২৫

শেয়ার কিনবে ব্যাংক এশিয়ার উদ্যোক্তা

অনলাইন ডেস্ক
শেয়ার কিনবে ব্যাংক এশিয়ার উদ্যোক্তা

ব্যাংক এশিয়ার একজন উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। রুমি হোসাইন নামের এই উদ্যোক্তা ৬  লাখ ১৩ হাজার শেয়ার কিনবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার কিনতে পারবেন। গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৩.৭০ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৬১ টাকা। বর্তমানে ব্যাংকটি সর্বশেষ শেয়ার লেনদেন করে ১৭ টাকা দরে।