English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৩:৫৪

কোম্পানি নিয়ম বহির্ভূতভাবে অনুমোদন হয়নি

নিজস্ব প্রতিবেদক
কোম্পানি নিয়ম বহির্ভূতভাবে অনুমোদন হয়নি

বিগত ৫ বছরে একটি কোম্পানিও নিয়ম বহির্ভূতভাবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খায়রুল হোসেন।

মোবাইলের মাধ্যমে শেয়ারবাজারে লেনদেন করতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন অ্যাপস ‘ডিএসই-মোবাইল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মোবাইল অ্যাপসটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। বাজারে নজরদারি বৃদ্ধিসহ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ অনেকে নানা বিষয়ে গুজব ছড়াচ্ছেন। এবং অনেক বিশ্লেষক ভুল মন্তব্যও করছেন বলে জানান তিনি।

খায়রুল হোসেন তার বক্তব্যে আরও বলেন, ডিএসই’র অ্যাপসটি উদ্বোধনের মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের শেয়ার, লেনদেনের পরিমাণসহ শেয়ারবাজারের বিভিন্ন তথ্য জানতে পারবেন। এতে করে বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এছাড়া দীর্ঘদিন ধরে ব্রোকারেজ হাউজের শাখা খোলার যে দাবি ছিল তা পূরণ হবে।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএসইর স্বতন্ত্র পরিচালক ওয়ালি-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা।