English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১৩:৪০

অ্যাপসটি চালুতে বিনিয়োগকারীকে হাউজে অাসতে হবেনা

নিজস্ব প্রতিবেদক
অ্যাপসটি চালুতে বিনিয়োগকারীকে হাউজে অাসতে হবেনা

ডিএসই-মোবাইল অ্যাপসটির উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অ্যাপসটি চালু হওয়ায় বিনিয়োগকারীদেরকে লেনদেনের জন্য ব্রোকারেজ হাউজ অাসতে হবে না ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন অ্যাপস ‘ডিএসই-মোবাইল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন থেকে বিনিয়োগকারীরা মোবাইলের মাধ্যমে যেকোন প্রান্ত থেকে লেনদেন করতে পারবে। এতে করে মতিঝিলে বিনিয়োগকারীদের উপস্থিতি কমে আসবে। আর এতে করে বিনিয়োগকারীদের সমাবেশ ও বিক্ষোভ কমে যাবে।

উপযুক্ত সময়ে ডিএসই-মোবাইল অ্যাপসটি উদ্বোধন করা হয়েছে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আরও বলেন, এতে ডিএসই আরেকটু চাঙ্গা হবে। এছাড়া শেয়ারবাজারও এতে ভাইব্রেন্ট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএসইর স্বতন্ত্র পরিচালক ওয়ালি-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা।