English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৬:৩২

অধিকাংশ কোম্পানির দর বেড়েছে

অনলাইন ডেস্ক
অধিকাংশ কোম্পানির দর বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ কোম্পানির দর বেড়েছে। ফলে সোমবারের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে দিনশেষে ডিএসইএক্স ৪৪৫৩.৮৯ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫ টি ইস্যুর মধ্যে ১৮১ টির দর বেড়েছে। কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে দিনের শুরুতে সূচক বাড়লেও আধ ঘন্টার ব্যবধানে বাজারে পতন শুরু হয়। বেলা ১.৪০ টায় পর্যন্ত সোমবারের তুলনায় সূচকের নিম্নমুখী প্রবণতা বাজায় ছিল বাজারে। এরপর বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে এবং শেষ অবধি ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকায় সূচকের সামান্য বৃদ্ধিতে শেষ হয় দিনের লেনদেন।

এদিকে ডিএসইর আর্থিক লেনদেন ৩০০ কোটি টাকার ঘরেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। সোমবারের তুলনায় প্রায় ৪ কোটি টাকা কমে মঙ্গলবার লেনদেন হয়েছে ৩০৬ কোটি ২৫ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। দিনশেষে কোম্পানিটির ১৯ কোটি ৫৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএমে লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকা। ১২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার ।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- সিএমসি কামাল, সামিট পাওয়ার, ওরিয়ন ফার্মা, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, ইফাদ অটোস।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২৩.৪৪ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৩১৯.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।