English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৫:২৫

ব্যাঙ্গল ফিডের সঙ্গে আমানের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
ব্যাঙ্গল ফিডের সঙ্গে আমানের চুক্তি

ব্যবসা সম্প্রসারণের লক্ষে ব্যাঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ লিমিটেডের সাথে চুক্তি করেছে আমান ফিড। ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আমান ফিড খাবারের বাড়তি চাহিদা পূরণে ব্যাঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ মিলকে কাঁচামাল প্রাদন করবে। অন্যদিকে, বিক্রয়যোগ্য পন্য প্রদান করবে ব্যাঙ্গল ফিড।

জানা যায়, আগামী ১১ মার্চ থেকে এ চুক্তি কার্যকর হবে। এতে করে প্রতি মাসে প্রায় ৭০০ মেট্রিক টন বিক্রয়যোগ্য পণ্যের যোগান দিবে ব্যাঙ্গল ফিড।