English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৩:৫৪

জমি কিনেছে ফার কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক
জমি কিনেছে ফার কেমিক্যাল

ফার কেমিক্যাল কোম্পানির দ্বিতীয় ইউনিট চালু করতে ৩ দাগে ২৬.৬৪ শতাংশ জমি কিনেছে। ডাইজ অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টরির সম্প্রসারণে এ জমি কিনেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রয়কৃত জমির মোট মূল্য ৪৮ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা। ২০১৪ সালে ফার কেমিক্যাল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানির সূত্রে জানা যায়, কোম্পানিটি মোট ২০০ শতাংশ জমি কিনবে। এই পযন্ত তিন ধাপে জমি কেনা হয়েছে। প্রথম ধাপে ২৭ শতাংশ। দ্বিতীয় ধাপে ২৩ শতাংশ। এবং তৃত্বীয় ধাপে ২৬ শতাংশ জমি কেনা হয়েছে। আরও জমি কিনার প্রক্রিয়ায় রয়েছে।