English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৩:৫২

বার্জার পেইন্টস সভা ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক
বার্জার পেইন্টস সভা ১৪ মার্চ

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ১৪ মার্চ বিকাল ৩টায় এই বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯(১) অনুযায়ী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে কোম্পানিটি। পর্ষদ সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য ২০১৫ সালের ডিভিডেন্ড ঘোষণা।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ২২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।