English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১৪:৩৫

ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চলাচল বন্ধ

ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চলাচল ফের বন্ধ হয়েছে। ৫ মার্চ শনিবার থেকে এ ফ্লাইট চলাচল বন্ধ। অনিবার্য কারণবশত ফ্লাইটে চলাচলবন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে ফ্লাইট বন্ধ খবরে  এ কোম্পানির শেয়ারের দরের ৩.১৩ শতাংশ পতন হয়েছে। রোববার দিনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬.৪০ টাকা। বেলা ১ টায় এ কোম্পানির শেয়ারের দর ৬.২০ টাকায় নেমে গেছে। অবশ্য কাঙ্খিত হারে মুনাফা অর্জন করতে না পারায় এ কোম্পানিটির শেয়ারের দর অভিহিত মূল্যের নিচে অনেক আগেই নেমে গেছে।

২০১০ সালে ৫ টাকা প্রিমিয়ামে অর্থাৎ ১৫ টাকা বরাদ্দ মূল্যে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করেছিল ইউনাইটেড এয়ার ওয়েজ।

এদিকে বন্ধ হয়ে গেলেও কবে নাগাদ ফের ফ্লাইট চলাচল শুরু হবে এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে কোন কিছুই জানানো হয়নি। ফ্লাইট চলাচল বন্ধের বিষয়ে কোম্পানিটির ওয়েবসাইটেও কোন তথ্য প্রকাশ করা হয়নি। ওয়েবসাইটে ফ্লাইটের যে শিডিউল রয়েছে তাতে আভ্যন্তরীন বা আন্তর্জাতিক রুটে ফ্লাইট ছেড়ে যাওয়ার কোন সময় উল্লেখ নেই। অর্থাৎ এ পরিবহন সংস্থাটির সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে।

এর আগে ২০ দিন বন্ধ থাকার পর ২৪ ফেব্রুয়ারি থেকে আভ্যন্তরীন রুটে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হয়। কিন্তু ১০ দিনের মাথায় ফের কোম্পানিটির ফ্লাইট বন্ধ হয়ে গেল। চলাচল উপযোগী বিমান না থাকার কারণে ৪ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটির ফ্লাইট বন্ধ ছিল। চলাচল উপযোগী বিমান না থাকাসহ নানা কারণে বিভিন্ন সময়ে ফ্লাইট বন্ধ থাকার ঘটনা ঘটছে এ কোম্পানিটির।